রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র ও ইয়াবাসহ রবিন লেতটিয়া নামে এক যুবককে আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও ২২৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
আটক রবিন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিণখোলা এলাকার ক্যাচচিং চাকমার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন আরও জানান, শনিবার ভোররাতে ১৫ নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
সাইদুল ফরহাদ/আরআই