তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে থাকা মহিপুরে একটি মসজিদে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
তাবলীগ জামাতের সদস্য রোমান মিয়া জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তিনি কিছুটা সম্বিত ফিরে পেয়ে দেখেন, তার টাকাপয়সা কিছু নেই। এরপর অন্যদের জাগানোর শত চেষ্টা করেও ব্যর্থ হন। ফজরের নামাজে স্থানীয় মুসুল্লিরা এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের ভাটারা থেকে আসা আটজনকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে সকালে ভর্তি করা হয়েছে।
ডা. মাহামুদুল হাসান হাসপাতালে আটজনকে ভর্তির কথা স্বীকার করে জানিয়েছেন, তাদের খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়ের কাওছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাজী সাঈদ/এসপি