ভারতীয় ট্রাকচালকদের অবরোধে আমদানি-রফতানি বন্ধ
০৫ ডিসেম্বর ২০২১, ০৩:২৪ পিএম

ওজন গড়মিলের অভিযোগ তুলে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম।
রোববার (৫ ডিসেম্বর) সকালে ভারত থেকে তিনটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের করে। তিনটি ট্রাক প্রবেশের পর থেকে বন্দরে আর কোনো আমদানি-রফতানি কার্যক্রম হয়নি।
আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, রোববার সকালে হিলি বন্দরে ভারত থেকে তিনটি পণ্যবাহী ট্রাক প্রবেশে করেছে। এরপর হঠাৎ গাড়ি বন্দরে প্রবেশ বন্ধ হয়ে পড়ে।
আমদানি-রফতানি বন্ধ সংশ্লিষ্ট কোনো চিঠি আমাদের কাছে দেয়নি ভারত কর্তৃপক্ষ। তবে কেন বন্ধ রয়েছে, সে বিষয়টি জানার জন্য ভারত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছি।
এনএ