পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইয়াসিন (৪) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের আমদাজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, মৃত শিশু ইয়াসিন ওই এলাকার জিয়ারুল ইসলামের ছেলে। সোমবার সকালে শিশু ইয়াসিন তার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় খেলতে খেলতে ইয়াসিন সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তাকে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ইয়াসিনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন পুকুরে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রনি মিয়াজী/এমএসআর