আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুজন দগ্ধ

সাভারের আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ।
এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে আশুলিয়ার কুরগাঁও এরাকার নতুন পারার আব্দুর রশিদের বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ একজনের নাম নজরুল ইসলাম, তিনি বগুড়ার শিবগঞ্জ থানার বাসিন্দা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপরজনের ঠিকানা মানবিক কারণে প্রকাশ করা যাচ্ছে না।
তবে দগ্ধ ওই নারী জানিয়েছেন, নজরুল তাকে রাত দেড়টার দিকে বাসায় নিয়ে যান। এ সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয় নজরুলের। তখন ওই নারী গ্যাস লাইট দিয়ে নিজের চাদরে আগুন ধরিয়ে দেন।
সেই সঙ্গে নজরুলকে ধাক্কা দিয়ে বাথরুমে প্রবেশ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তিনি ভয়ে বাথরুম থেকে বের হননি। নজরুলের স্ত্রী বাসায় না থাকার সুযোগে ওই নারীকে বাসায় এনেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম সোহাগ বলেন, রাতে লিকেজ থেকে গ্যাস বের হয়ে থাকতে পারে। গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ঘরে রাত আড়াইটার দিকে বিকট শব্দ হয়। ঘরের দরজা ভেঙে গেছে। গ্যাস বিস্ফোরণে এমনটি হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ নজরুল ইসলামকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এএম