কাফনের কাপড় পরে প্রতীক নিলেন স্বতন্ত্র প্রার্থী

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার কাফনের কাপড় পরে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক নিয়েছেন। প্রতীক নিতে যাওয়ার সময় তার ওপর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন হামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আলাউদ্দিন সর্দার জানান, মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই তাকে আওয়ামী লীগের প্রার্থী মো. নাগর হাওলাদারের সমর্থকরা হত্যার হুমকি দিয়ে আসছেন। এজন্য তিনি আজ প্রতীক বরাদ্দের দিন কাফনের কাপড় পরে উপজেলা নির্বাচন অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথে তার সর্মথনকদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করে। এতে তার প্রায় ১০ জন সমর্থক আহত হয়েছেন। এছাড়াও ৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাগর হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে প্রতীক নিয়ে সমর্থকদের সঙ্গে নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় তার কোনো সমর্থনকরা জড়িত নয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মৌখিকভাবে বলেছেন, কিন্তু লিখিতভাবে কোনো অভিযোগ করননি।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনা শুনেছি, কিন্তু এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার চশমা প্রতীক বরাদ্দ পেয়েছেন। পক্ষিয়া ইউনিয়নে মোট চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইমতিয়াজুর রহমান/আরএআর