হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (৩০ জানুয়ারি) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (৩১ জানুয়ারি) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার হাকিমপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনের দিন পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল রোববার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
এদিকে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, নির্বাচনের কারণে সাধারণ ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি বন্দরের পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
মাহাবুর রহমান/আরএআর