নিজে রান্না করে ৩০ কর্মচারীকে খাওয়ালেন এমপি

নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরীর মাটির চুলায় রান্না করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর তিনি নিজের হাতে রান্না করে তার বাড়ির ৩০ জন কর্মচারীকে খাইয়েছেন বলে জানা গেছে।
১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাটির চুলায় কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ ভাজছেন এমপি। তারপর কাঁচামরিচ, হলুদ, লবণসহ গরম মসলা দিচ্ছেন কড়াইয়ে। এরপর সেখানে মুরগির মাংস ছাড়ছেন।
রাহী হুদা নামে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট দিয়ে লিখেছেন, হ্যাঁ উনি নোয়াখালী-৪ আসনের গণমানুষের প্রিয়নেতা একরামুল করিম চৌধুরী এমপি। এইভাবে নিজে দুপুরের রান্না করে নিজ বাড়ির সবাইকে নিয়ে খাওয়া-দাওয়া করান তিনি।
একরামুল করিম চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী সুনীল বাবু ঢাকা পোস্টকে বলেন, স্যার সময় পেলেই রান্না করেন। আমরা মোট ৩০ জন আছি এই বাড়িতে। উনি আজ সবাইকে রান্না করে খাইয়েছেন।
এমপি একরামুল করিম চৌধুরীর বাড়িতে কাজ করেন মো. জাহাঙ্গীর হোসেন ও মো. তারেক। তারা ঢাকা পোস্টকে বলেন, এমপি স্যার আজ আমাদের জন্য দেশি মুরগি, কোরাল মাছ, সবজি রান্না করেছেন। তিনি প্রায়ই রান্না করে খাওয়ান। উনার রান্না খুব মজার হয়।
এ বিষয়ে এমপি একরামুল করিম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমি প্রায়ই রান্না করি। নিজের বাড়ির সবাইকে নিয়ে খেতে অনেক আনন্দ। শুক্রবার ছুটির দিন তাই সবাইকে রান্না করে খাওয়ালাম।
হাসিব আল আমিন/আরএআর