কটিয়াদীতে পুনরায় নির্বাচনের দাবি বিদ্রোহী প্রার্থীর

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সালমা আনিকা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ভোগপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলেন করে তিনি পুনরায় নির্বাচনের দাবি জানান।
সালমা আনিকা অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে মারধর করে বের করে দিয়েছেন। নৌকায় ভোট দিতে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই এ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একই অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খাঁন (দিলীপ) সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
কটিয়াদী পৌরসভায় ১৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৩০ হাজার ৪৬৬ জন। পুরুষ ১৪ হাজার ৭৩৬ জন ও নারী ভোটার ১৫ হাজার ৭৩০ জন।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র শওকত উসমান, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন খাঁন (দিলীপ) ও যুবলীগের সাবেক নেত্রী সালমা আনিকা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসকে রাসেল/আরএআর