নোয়াখালীতে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

নোয়াখালীর সদর উপজেলায় আসন্ন এওজবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ ডিসেম্বর) ভোরে এওজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকার নির্বাচনী অফিসে ঘটনাটি ঘটে।
বাজারের নিরাপত্তাপ্রহরী সেলিম ঢাকা পোস্টকে বলেন, আমি সারারাত বাজার পাহারা দিয়েছি। যখন ফজর নামাজ পড়তে গিয়েছি তখন অগ্নিসংযোগ করা হয়েছে। আমি নামাজ শেষে এসে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুজ জাহের ঢাকা পোস্টকে বলেন, আমার প্রতিপক্ষ এই অগ্নিসংযোগ করেছে। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্বৃত্তদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এমএসআর