বান্দরবানে জেএসএসের এক নেতা অপহৃত, গুলিবিদ্ধ ১

বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে উসাইমং মারমা নামে মারমা ন্যাশনালিস্ট পার্টির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) রাত ৯টায় সদর উপজেলার ডুলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তির নাম পুশৈ থোয়াই মার্মা (৩৮)। তিনি সদর উপজেলার কুহালং ইউনিয়নস্থ চেমীডুলু পাড়ার অংছাসিং মার্মার ছেলে। তিনি আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএসের বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও জেএসএসের বান্দরবান জেলা কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, পুশৈ থোয়াই মার্মা তার বাড়িতে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে তাকে অপহরণ করে নিয়ে যায়।অপহরণকারীদের কাউকেই স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। কেন বা কী কারণে এই অপহরণের ঘটেছে তারও সঠিক কোনো কারণ কেউ বলতে পারছে না।
অপহরণের ঘটনাকে কেন্দ্র করে রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার আমতলী এলাকায় জেএসএসের সঙ্গে এমএনপির গোলাগুলির ঘটনা ঘটে। এতে এমএনপির সদস্য উসাইমং মারমা আহত হন। তাকে উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, বান্দরবানে বর্তমানে পাঁচটি আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আমিন বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু কে বা কারা এই অপহরণ করেছে এখনও জানা যায়নি।
উল্লেখ্য, চলতি সপ্তাহে বান্দরবানে চারজনকে অপহরণ করা হয়। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দুজনকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
রিজভী রাহাত/এসপি