দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ, ট্রেনের ধাক্কায় মৃত্যু

লালমনিরহাট আদিতমারীতে ট্রেনের ধাক্কায় ইয়াকুব আলী (৯৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াকুব আলী আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে পূর্ব দৈলজোর এলাকা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। ওই সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ট্রেন ধাক্কা দিলে ছিটকে পড়ে যান বৃদ্ধ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্যের কাছে খোঁজখবর নিয়েছি। মরদেহটি পরিবার উদ্ধার করে বাসায় নিয়ে গেছে।
নিয়াজ আহমেদ সিপন/এমএসআর