নৌকাকে জেতাতে শপথ করলেন এলাকাবাসী

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে জয়ী করতে শপথ করলেন এলাকাবাসী।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভেলানগর মাদরাসা মাঠে শপথ করেন এলাকাবাসী।
এ সময় বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিগত দিনের ন্যায় আপনাদের পাশে দাঁড়াতে চাই।
আমির হোসেন বাহাদুর আরও বলেন, গত ২০১৬ সালে এই কেন্দ্রে ভোট দিতে আসায় আমাদের এক ভাই নিহত হয়েছেন। সেই দিন আর নাই এখন ২০২১ সাল চলে। তাই সবাইকে ২৬ ডিসেম্বরের ভোটে তার জবাব দিতে হবে।
এ সময় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরআই