রাজবাড়ীতে শিশু অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজবাড়ীতে স্কুলছাত্র নাইম (৮) অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উমা সেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের সিরাজ মীরের ছেলে জাহিদ মীর (১৯) ও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে নুরু (২০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ায় স্কুল থেকে বাড়ি ফিরছিল নাইম। সে সময় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় মুকুন্দিয়া গ্রামের জাহিদ মীর ও নুরু। এরপর তারা ওই শিশুর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় টাকার বিনিময়ে শিশু নাইমকে ফেরত দেন জাহিদ ও নুরু। এ ঘটনায় শিশু নাইম মুকুন্দিয়া গ্রামের সিরাজ মীরের ছেলে জাহিদ মীরকে চিনে ফেলার কথা জানায়। ওই দিনই শিশুটির চাচা মো. নুর মোহাম্মদ তালুকদার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উমা সেন বলেন, দীর্ঘ সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত অপহরণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি এখনো পলাতক রয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।
মীর সামসুজ্জামান/আরএআর