মনোনয়ন প্রত্যাহারে প্রার্থীর স্ত্রীকে পিস্তল দেখিয়ে হুমকি

পঞ্চম ধাপের আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের জন্য পরিবারের সদস্যদের হুমকিসহ চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ ব্যাপারে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গতকাল সোমবার সাভার সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালের পরিবারের সদস্যরা তাদের আত্মীয়ের বাসায় যান। বিকেলে আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে দক্ষিণ কলমা এলাকায় আসলে নামাজের সময় হয়।
এ সময় স্থানীয় আক্কাছ আলীর বাড়িতে নামাজ আদায় করতে যান তারা। পরে ৭ থেকে ৮টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে ১৭ জন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার সমর্থক এসে বাড়িটি ঘিরে ফেলেন এবং বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী গাজী খালেদা আক্তারের বরাত দিয়ে স্বতন্ত্র প্রার্থী আউয়াল ঢাকা পোস্টকে বলেন, আমার স্ত্রী নামাজ শেষ করে বাড়ির উদ্দেশে আবার রওনা করার জন্য আক্কাছের বাড়ি থেকে বের হন। এ সময় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেলের লোকজন তাদের হাতে থাকা পিস্তল দেখিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করার কথা বলেন।
মনোনয়ন প্রত্যাহার করা না হলে তাদের যেতে দেওয়া হবে না। তারা হুমকি দিয়ে বলেন এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোহেল রানা ছাড়া কোনো প্রার্থীকে নির্বাচনে থাকতে দেওয়া হবে না। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে এগিয়ে আসেন। ভিড় বাড়তে থাকলে সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায় বলে জানান তিনি।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাযহারুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আবেদন করেছেন প্রার্থী। আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর।
মাহিদুল মাহিদ/এমএসআর