নাটোরে ঝরে পড়া শিশুদের মূলধারায় নিতে শিখন কেন্দ্র চালু

নাটোরে ঝরে পড়া শিশুদের জন্য শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়। বুধবার (১৫ ডিসেম্বর) নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাটিকামারি গ্রামে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটির (পিকেএসএস) উদ্যোগে শিখন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষার পাঠ্যবই বিতরণ করেন তিনি।
জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, যারা প্রকৃত ঝড়ে পড়া এবং সরকারি নীতিমালার মধ্যে রয়েছে, অবশ্যই তাদের এই স্কুলে ভর্তি করতে হবে। তাদের যেকোনো সার্বিক সহায়তায় জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, নাটোর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈত, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদসহ অনেকে।
পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ জানান, সারা দেশের ন্যায় নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর, বাগাতিপাড়া, লালপুর ও সদর উপজেলার ৭০টি এলাকায় এই শিখন কেন্দ্রের কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে একজন শিক্ষক ৮ থেকে ১৪ বছর বয়সী ৩০টি শিশুকে শিক্ষাদান করবেন। শিখন কেন্দ্রে কখনো স্কুলে যায়নি এবং ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপন করে মূল ধারার শিক্ষায় সম্পৃক্ত করা হবে।
তাপস কুমার/এনএ