টানা পঞ্চমবারের মতো কাউন্সিলর হলেন ফারুক

বরগুনা পৌরসভা নির্বাচনে টানা পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের মো. ফারুক সিকদার। উটপাখি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিনুল ইসলাম মাসুদ পানির বোতল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮০ ভোট।
ফারুক সিকদার ২০০০ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়ে পৌর নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরবর্তীতে পর্যায়ক্রমে ২০০৫, ২০১০, ২০১৫ এবং ২১২১ সালের পৌরসভা নির্বাচনেও টানা জয়লাভ করেন তিনি।
টানা পাঁচবারের কাউন্সিলর ফারুক সিকদার বলেন, প্রথমবার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার আগে আমি আমার নির্বাচনী এলাকায় বেশ কিছু ভালো কাজ করেছিলাম। এর ফলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে বিপুল ব্যবধানে জয়লাভ করান।
এরপর আমি প্রতিজ্ঞা করি আমার এই বিজয়ের ধারা অব্যাহত রাখতে হলে যেভাবে কাজ করা দরকার ঠিক সেভাবেই কাজ করব। আমি নিজের সঙ্গে করা এই প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছিলাম। এর ফলে ভোটাররা পঞ্চমবারের মতো আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
তিনি আরও বলেন, টানা পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অতীতের তুলনায় আমার নির্বাচনী এলাকা ও ভোটারদের প্রতি আমার দায়িত্ব অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আমার ওপর ভোটারদেরও প্রত্যাশা বেড়েছে। তাই আগামীতেও যাতে আমি নির্বাচিত হতে পারি সে লক্ষ্যে আমি এখন থেকেই কাজ শুরু করব।
সাইফুল ইসলাম মিরাজ/এসপি