ময়মনসিংহে দুটিতে আ.লীগের বিদ্রোহী, একটিতে নৌকার জয়

তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ভালুকা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- গৌরীপুরে সৈয়দ রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং ভালুকায় ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম। শনিবার (৩০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান জানান, ঈশ্বরগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার নারকেল গাছ প্রতীক নিয়ে ৯ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান পেয়েছেন ৭ হাজার ৯৬০ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে জুলফিকার আলী টিপু পেয়েছেন ২৬২ ভোট।
গৌরীপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, গৌরীপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম নারকেল গাছ প্রতীক নিয়ে ৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবি পেয়েছেন ৭ হাজার ২৬৬ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে আতাউর রহমান আতা পেয়েছেন ৯২৮ ভোট।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও ভালুকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ভালুকা পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম ১৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব হাতেম খান পেয়েছেন ৪ হাজার ১০৯ ভোট।
উবায়দুল হক/এসপি