‘ইউএনও শহীদ মিনারের গেটে তালা দিয়েছে’

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নোয়াখালী

১৬ ডিসেম্বর ২০২১, ১০:০২ এএম


‘ইউএনও শহীদ মিনারের গেটে তালা দিয়েছে’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীরের বিরুদ্ধে শহীদ মিনারে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে এ অভিযোগ করেন কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তার নামের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে কাদের মির্জা লেখেন, ‘মহান বিজয় দিবসে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ইউএনও শহীদ মিনারের গেটে তালা দিয়েছে। তীব্র নিন্দাজ্ঞাপন করছি।’

ঢাকা পোস্টকে স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, কোম্পানীগঞ্জের ইউএনও শহীদ মিনারে তালা দিয়েছেন। আমি জেলা প্রশাসককেও বিষয়টি জানিয়েছি। বিজয়ের ৫০ বছরের দিনে শহীদ মিনারে তালা দেওয়া এক ন্যক্কারজনক ঘটনা।

Dhaka Post

অভিযোগ নাকচ করে দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর ঢাকা পোস্টকে বলেন, শহীদ মিনারের ২টা গেট রয়েছে, যার চাবি পৌরসভার কাছে। আমি আজ সকালেও গিয়েছি পুষ্পস্তবক অর্পণের জন্য। 

সরকারি-বেসরকারি প্রায় ৪০-এর বেশি প্রতিষ্ঠান সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছে। তালা মারা থাকলে তো ফুল দিতে পারত না। সকালে গিয়ে আমি শহীদ মিনার খোলা পেয়েছি।

হাসিব আল আমিন/এনএ

Link copied