নানির হাত ধরে হাঁটছিল শিশু, অটোরিকশা কেড়ে নিল প্রাণ

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা শহরের গার্ডপাড়া রেলওয়ে স্টেশন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুদ্ধ মানুষ সড়ক অবরোধ করে রাখলে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। মরিয়ম একই এলাকার রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, সড়কে নানি নুরজাহান বেগমের হাত ধরে হাঁটছিল মরিয়ম। এমন সময় পেছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত হয় মেয়েটি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ সময় বিক্ষুদ্ধরা সড়ক অবরোধ করে রাখলে অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঢাকা পোস্টকে জানান, মেয়েটির বাবা-মা ঢাকায় থাকেন। নানির সঙ্গে থাকত সে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসআর