সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন সম্পাদক আবু বকর

নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে যুগান্তরের সহ-সম্পাদক এম এম সালাহউদ্দিন সভাপতি ও মানব জমিনের সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভা কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হোসেন, অর্থ সম্পাদক আমাদের সময়ের স্টাফ রির্পোটার মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ডেসটিনির সোনারগাঁ প্রতিনিধি খায়রুল আলম খোকন, দফতর সম্পাদক দৈনিক মুক্ত খবরের স্টাফ রির্পোটার আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খবরপত্রের সোনারগাঁ প্রতিনিধি মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য দৈনিক অগ্রসরের সোনারগাঁ প্রতিনিধি মনির হোসেন ও দৈনিক রুদ্রবার্তার স্টাফ রির্পোটার শামসুল আলম তুহিন।
শেখ-ফরিদ/আরএআর