অপহরণের ৫ দিন পর রোহিঙ্গা যুবক উদ্ধার

অপহরণের পাঁচদিন পর টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির থেকে অপহৃত মোহাম্মদ সাদ্দাম (১৯) নামে এক যুবককে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা (এপিবিএন)। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
উদ্ধার হওয়া সাদ্দাম লেদা রোহিঙ্গা শিবিরের এ ব্লকের নূর হাকিমের ছেলে।
এপিবিএন কর্মকর্তারা জানান, গত ২৬ জানুয়ারি অজ্ঞাত ৭-৮ জন তাকে অপহরণ করে নিয়ে যায় এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এপিবিএন। কয়েকটি ক্যাম্পে তৎপরতা শুরু করার পর অপহরণকারীরা সাদ্দামকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ ফিলিং স্টেশনের সামনে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র যুবকদের জিম্মি করার চেষ্টা করছে। সে চেষ্টায় ব্যর্থ হয়ে তারা অপহরণ করছে। এপিবিএন তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
মুহিববুল্লাহ মুহিব/এসপি