রাজবাড়ীতে নির্বাচনী সংঘর্ষে আহত ৭

রাজবাড়ীর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকার নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অতর্কিত হামলায় নৌকা প্রার্থীর ছেলেসহ ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকার আক্কাস ফকিরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্নান মিয়ার ছেলে মো. রিয়াদ হাসান প্লাবন (২৭), মোহাম্মদ আলী (৪৫)। এ ছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।
এ বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল মান্নান নির্বাচন কমিশনে মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন। পরে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন।
নৌকা প্রার্থীর ছেলে রিয়াদ হাসান প্লাবন বলেন, দুপুরের দিকে আমাদের নৌকার ১৫ থেকে ২০ সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে বড় ভবানীপুর এলাকায় এলে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমি ও চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ছয়-সাতজন আহত হয়। এই হামলায় আমার মাথায় ৯টি সেলাই লেগেছে এবং আমার ডান হাত ভেঙে গেছে।
নৌকার প্রার্থী মো. আব্দুল মান্নান বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থী মো.জাকির হোসেন সরদার শুরু থেকেই তার ক্যাডার বাহিনী দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে। আজ আমার কর্মী সমর্থকের ওপর হামলা চালায়িছে। এতে আমার ছেলে মারাত্মকভাবে আহত হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমি নির্বাচন অফিসে লিখিতভাবে অভিযোগ দিয়েছি।
স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কর্মী-সমর্থকেরা কারোর ওপর হামলা চালায়নি। আমি এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মীর সামসুজ্জামান/এনএ