সরকারি নথি না দেওয়ায় প্রকৌশলীকে সাবেক ছাত্রলীগ নেতার হুমকি

দরপত্র সংক্রান্ত অতি গোপনীয় সরকারি নথিপত্র না দেখানোয় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক প্রকৌশলীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ-সম্পাদক শামীম আহমদ। এ ঘটনায় পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদসহ অজ্ঞাতনামা এক ব্যক্তি পিডিবির সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য যান। প্রায় ১০ মিনিট পর শামীম আহমদ নামে এক ব্যক্তি যুবলীগ নেতা পরিচয় দিয়ে দরপত্র সংক্রান্ত নথিপত্র দেখানোর জন্য তাকে চাপ দেন। একপর্যায়ে তিনি নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাইরে গেলে দেখে নেওয়ার হুমকি দেন। এতে ওই প্রকৌশলী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এবং অতি গুরুত্বপূর্ণ দাফতরিক কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত হচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী শামছ-ই-আরেফিন ঢাকা পোস্টকে বলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। উনারা উপস্থিত হওয়ার পর প্রায় ১০ মিনিট পর যুবলীগ নেতা পরিচয়ে শামীম আহমদ নামে এক ব্যক্তি আমার কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। একপর্যায়ে শামীম আমার বার্ষিক ক্রয় সংক্রান্ত দরপত্র তার হাতে তুলে দিতে আমাকে চাপ প্রয়োগ করেন। এতে আমি রাজি না হওয়ায় একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ছবি তুলে বাইরে বের হলে দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় তার চিৎকার চেঁচামেচি শুনে আমার সহকর্মী কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে আসলে ওই যুবলীগ নেতা বাইরে বের হয়ে যান।
এ বিষয়ে জানতে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ঢাকা পোস্টকে বলেন, শামছ-ই-আরেফিন ভাইয়ের অফিসে বসা অবস্থায় আগন্তুক এক ব্যক্তি বিদ্যুৎ বিভাগের কিছু কাগজপত্র নিতে উনার কাছে আসেন। কাগজপত্র না দেওয়ায় ওই ব্যক্তি প্রকৌশলীর সঙ্গে খুবই খারাপ ভাষায় কথা বলছিলেন। এ সময় আমি তার প্রতিবাদ করে লোকটিকে বাইরে বের করে দেই।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ-সম্পাদক শামীম আহমদের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি তা রিসিভ করেননি।
যুবলীগ নেতা পরিচয় দেওয়া শামীম আহমদ যুবলীগের কেউ কিনা- এমন প্রশ্নের জবাবে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ঢাকা পোস্টকে জানান, নগরের বাগবাড়ির বাসিন্দা শামীম আহমদ নামে যুবলীগের কেউ নেই। এছাড়া আমার মহানগর কমিটি পূর্ণাঙ্গ নয়। মহানগর যুবলীগে সভাপতি ও সেক্রেটারি ছাড়া আর কেউ নেই। সে যদি অপরাধ করে থাকে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এতে যুবলীগের কিছু যায় আসে না।
সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শামীম নামে এক ব্যক্তি বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। জিডিমূলে আমরা এই ঘটনার তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আমরা অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
আরএআর