প্রথম আলোর চরে উপহার নিয়ে পুলিশ সুপার

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চরে বসবাসকারীদের জন্য বিশেষ উপহার নিয়ে যান কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) সৈয়দা জান্নাত আরা। চরবাসীর দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে ১টি টেলিভিশনের ব্যবস্থা করেন তিনি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এসব উপহার তুলে দেওয়া হয় চরবাসীর হাতে।
এ সময় চরবাসী তাদের কাঙ্ক্ষিত টেলিভিশনসহ উপহার সামগ্রী পেয়ে অনেক আনন্দ-উল্লাস করে এবং কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাকে কৃতজ্ঞতা জানায় তারা।
পরে বয়স্কদের (যারা চোখে ভালোভাবে দেখতে পায় না) মাঝে চশমা ও শাড়ি বিতরণ করা হয়।

উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী সৈয়দ সমশের আলী, সাংবাদিক মতলুবর রহমান সফি খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন, আল মাহমুদ হাসান, উৎপল কুমার রায়, এ এইচ এম মাহফুজুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার প্রমুখ।
এ সময় কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, আমি এর আগে প্রথম আলোর চরে বেড়াতে গিয়েছিলাম। চরের বাসিন্দারা কে কেমন আছেন জানতে। ওখানে যাওয়ার পর দেখেছি তাদের একটি ছোট টেলিভিশন ছিল তাও খারাপ হয়েছে। সে সময় তারা আমার কাছে একটি টেলিভিশন চেয়ে ছিলেন। সে কারণে এলাকাবাসীর জন্য একটি টেলিভিশনের ব্যবস্থা করেছি। কারণ তাদেরও তো বিনোদনের দরকার আছে।
মো. জুয়েল রানা/আরআই