এবার জামানত হারালেন টানা ৩ বারের চেয়ারম্যান

রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে নৌকার কাছে হেরে মিজানপুর ইউনিয়নের টানা তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমানের জামানত হারাচ্ছেন। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সাহা।
জানা গেছে, নির্বাচন কমিশনের বিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পান, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। সুতরাং বিধি অনুযায়ী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হবে টানা তিন বারের চেয়ারম্যান আতিয়ার রহমানের।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মিজানপুর ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২৮ হাজার ৪৭৭। ভোট দেন ২০ হাজার ৮৯৭ জন। এর মধ্যে মোট বৈধ ভোট ২০ হাজার ৫৫৬ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৪১। মোট কাস্টিং ভোটের মধ্যে রাজবাড়ীর দাদশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী টুকু মিজি পেয়েছেন ১৪১০০ ভোট।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী কবির উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৯৬ ভোট এবং এই ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আতিয়ার রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী আতিয়ার রহমান যে ভোট পেয়েছেন তা মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগের চেয়ে কম। তাই তার জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সাহা বলেন, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। নিয়ম অনুযায়ী তার (আতিয়ার) জামানত বাজেয়াপ্ত করা হবে।
মীর সামসুজ্জামান/এমএসআর