প্রেমের বিয়ের তিন মাসের মাথায় কিশোরী লাশ

বরিশালে নিপা আক্তার (১৫) নামে এক কিশোরী বধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর কেডিসি বালুর মাঠ বস্তির বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিপা আক্তার বরগুনার আমতলীর উপজেলার আব্দুল্লাহর মেয়ে। বরিশালে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন আব্দুল্লাহ।
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে সন্ধ্যায় আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সোহরাফ বাবুর্চিকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনও বোঝা যাচ্ছে না ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা। নিহতের স্বজনরা যদি অভিযোগ দেন তাহলে আমরা তা গ্রহণ করে তদন্ত করবো।
নিহত নিপার বাবা আব্দুল্লাহ বলেন, তিন মাস আগে আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে সোহরাফ। সে গাঁজাসেবী। বিয়ের পর আমাদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না নিপার। শুনেছি যৌতুকের দাবিতে সোহরাফ প্রায়ই নিপাকে মারধর করতো। বুধবার খবর পেয়ে ছুটে গিয়ে দেখি আমার মেয়ে মৃত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। সোহরাফ আমার মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করে ফেলে রেখেছে।
কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. রাসেল বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে। আটক সোহরাফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরএআর