লঞ্চে আগুন : মালিকসহ আটজনের নামে আরও একটি মামলা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২৮ ডিসেম্বর ২০২১, ০৪:১১ পিএম


লঞ্চে আগুন : মালিকসহ আটজনের নামে আরও একটি মামলা

এমভি অভিযান-১০ নামে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের এক স্বজন ঝালকাঠি থানায় আরও একটি মামলা দায়ের করেছেন। ডেমরা এলাকার মনির হোসেন সোমবার (২৭ ডিসেম্বর) রাতে মামলাটি করেন। মামলায় লঞ্চের মালিক, চালকসহ আটজনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। তিনি জানান, মনির হোসেন বাদী হয়ে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা দুই মাস্টার রিয়াজ সিকদার ও খলিল, দুই ড্রাইভার মাসুম ও কালাম, সুপারভাইজার আনোয়ার, সুকানী আহসান ও কেরানি কামরুলকে আসামি করা হয়।

এই কর্মকর্তা বলেন, এর আগে একটি অপমৃত্যু মামলা হয়েছিল। যেহেতু এখন মূল মামলা দায়ের হয়েছে তাই অপমৃত্যু মামলার কার্যক্রম এখন আর এই ঘটনায় চলমান থাকবে না।

এজাহারে বলা হয়েছে, লঞ্চের ইঞ্জিনে যখন ত্রুটি দেখা দেয়, তখনও লঞ্চের স্টাফরা যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে থাকেন। লঞ্চটির নিচতলার পেছনের অংশে থাকা ইঞ্জিন রুমে যখন আগুন ধরে যায় তখন চালক ও স্টাফরা যাত্রীদের বাঁচাতে লঞ্চ তীরে ভেড়ানো বা নোঙর করার চেষ্টাটুকুও করেননি। বরং নিজেরা ঝাঁপিয়ে পড়ে পালিয়েছেন।

মনির হোসেন জানিয়েছেন, লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতিতে এত প্রাণহানি হয়েছে। এতে তার বোন তাসলিমা আক্তার, দুই ভাগনি সুমাইয়া আক্তার মীম ও সুমনা আক্তার তানিশা এবং ভাতিজা জোনায়েদ ইসলাম বায়জিদ নিখোঁজ আছেন।

এর আগে ২৫ ডিসেম্বর লঞ্চ দুর্ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যু মামলা করেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন। এছাড়া নৌ আদালতে একটি ও বরগুনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৪টি মামলা হলো।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর

টাইমলাইন

Link copied