সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। নগরীর জল্লারপার এলাকায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ।
জানা যায়, নিহত কিশোরের নাম আরমান হোসেন (১৭)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। আরমান নগরীর জামতলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, জল্লারপার এলাকায় গতরাতে আড্ডা দিচ্ছিল আরমান। এ সময় পূর্ব বিরোধের জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন কিশোর। পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, পূর্ব বিরোধের জের ছুরিকাঘাতে আরমান হোসেনের মৃত্যু হয়েছে। কারণ উদঘাটনে আমরা কাজ করছি। এ ঘটনার পেছনে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুপুর ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
মাসুদ আহমদ রনি/আরআই