শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আশরাফকে স্মরণ

তৃতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করেছেন নেতাকর্মীসহ কিশোরগঞ্জবাসী। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ছাত্রলীগের জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পারিবারিকভাবে গ্রামের বাড়ি সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়ায় মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে জেলার বিভিন্ন জায়গায় ব্যক্তি ও সংগঠনের ব্যানারে সৈয়দ আশরাফের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ৩ জানুয়ারি ৬৮ বছর বয়সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
এসকে রাসেল/এমএসআর