কক্সবাজারে পর্যটককে গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেফতার

স্বামী-সন্তানের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসা এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মেহেদী হাসান জয় কক্সবাজার শহরের আবুল কাশেমের ছেলে ও ঘটনার মূল হোতা আশিকের সহযোগী।
এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার (২৬ ডিসেম্বর) রাতে মাদারীপুর থেকে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে গ্রেফতারের কথা জানায় র্যাব। এর আগে ঘটনার পরদিনই র্যাবের হাতে গ্রেফতার হন মামলার এজাহারভুক্ত আরেক আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর জিয়া গেস্ট ইন নামে একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে র্যাব-১৫।
চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় চারজনের নাম উল্লেখ করে মোট সাতজনের বিরুদ্ধে মামলা করেন ওই নারীর স্বামী। মামলার আসামিরা হলেন- আশিকুল ইসলাম আশিক, তার তিন সহযোগী আবদুল জব্বার ওরফে ইস্রাফিল হুদা ওরফে জয়, মেহেদী হাসান ওরফে বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। অন্য তিন আসামি অজ্ঞাতনামা।
আরএআর