ককটেল বিস্ফোরণে হাত উড়ে গেল এক শিশুর, আরেক শিশু আহত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় খেলনা ভেবে বাড়ির সামনে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে দুই শিশু। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে দুই বোনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী মইদুল ইসলাম ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার গণকা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মোসা. মহরমী আক্তার মায়া (১১) ও মারিয়া খাতুন (৩) প্রবাসী মো. আশরাফুল হক বাবুর সন্তান।
আহত মায়া ও মারিয়ার মা জানান, বিকেলে বাড়ির পাশে জইনুদ্দিন মার্কেটের সামনে তারা খেলা করছিল। এ সময় পড়ে থাকা লাল রঙের কৌটা (ককটেল) নিয়ে খেলতে গেলে বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী মইদুল ইসলাম জানান, বিস্ফোরণে মারিয়ার হাতের পুরো কবজি উড়ে যায় এবং মায়ার কোমরের অংশে মারাত্মক ক্ষত হয়েছে। তিনি বলেন, আহত অবস্থায় তাদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার নাহিদ সরকার জানান, হাসপাতালে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে ঢাকা পোস্টকে জানান, কয়েক দিন থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদিরপুর-গণকা এলাকায় বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে সময়ের অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষ বিষয়টি জানা যাবে।
ঘটনাস্থলের আশপাশ এলাকায় তল্লাশি চালানো হবে জানিয়ে ওসি আরও বলেন, কয়েক দিনের সংঘর্ষের দুপক্ষের এ ঘটনায় থানায় তিনটি মামলা করা হয়েছে। এমনকি দুজন আসামিকে আটক করা হয়। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মো. জাহাঙ্গীর আলম/এনএ