পুলিশ বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে : তৈমূর

পুলিশ বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে সবাইকে নৌকার নির্বাচন করার জন্য বলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
তিনি বলেন, গতকাল রাতে ধামগড় ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি হয়েছে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সবাইকে হুমকি দিচ্ছে, বলছে নৌকার নির্বাচন করার জন্য। সরকারদলীয় প্রার্থীর অবস্থা এতটাই করুণ যে, পুলিশ দিয়ে তার দলের লোকজনকে মাঠে নামাতে হচ্ছে। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ ‘ভয়ে মরে কাপুরুষ, লড়ে যায় বীর’ এই নীতিতে অটল থাকবে।
রোববার (৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ১২ নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, আমার বক্তব্য স্পষ্ট। ২০১৮ সালে প্রধানমন্ত্রী তিন বার বলেছেন তৈমূর জেতার মতো ক্যান্ডিডেট। সেই আত্মবিশ্বাস নিয়ে আমি বলি, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ভোটার হলে আমাকেই ভোট দিতেন। জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততাকে তিনি মূল্যায়ন করতেন।
তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে শঙ্কিত। আমি কোনো দলের ব্যানারে দাঁড়াইনি। আমাকে মানুষ দলমত নির্বিশেষে সমর্থন দিচ্ছে। পত্রিকায় আপনারা দেখেছেন জাতীয় পার্টি, বিএনপিসহ অনেকেই আমার সঙ্গে ছিলেন।
তৈমূর বলেন, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করায় মানুষ অভ্যস্ত নয়। এখানে নির্বাচনটা হচ্ছে নাসিকের ব্যর্থতা ও ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে। এবারও সেই ঠিকাদাররা নির্বাচন করছে। আইভীর পাশে ঠিকাদাররা প্রচারণায় অংশ নিচ্ছে।
তিনি বলেন, আমার সঙ্গে সবাই আছে। তারা সুপেয় পানি চায়, তারা জলাবদ্ধতামুক্ত শহর চায়। তারা নারায়ণগঞ্জ থেকে বিচ্ছিন্ন নয়।
রাজু আহমেদ/আরএআর/জেএস