মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৭ জনকে খালাস

মানিকগঞ্জ সদর উপজেলায় কৃষক শাইজুদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আসামিদের উপস্থিতিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ দেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, ছাহের উদ্দিন এবং কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, দলিল উদ্দিন ও সেলিম উদ্দিন। সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের দক্ষিণ পুটাইল এলাকায়।
মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে ২০১৩ সালের ১২ জুন সকালে আসামিরা কাতরা (বল্লম) দিয়ে মানিকগঞ্জ সদরের পুটাইল এলাকার কৃষক শাইজুদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় কাতরার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে ঘটনার দিন বিকেলে ছাহের উদ্দিন, দলিল উদ্দিন, সেলিম উদ্দিন, সােহেল, মনজুরুল করিম, নছির উদ্দিন, জিলুক, আসমা বেগম, রূপজান বেগম, রেজাউল করিমকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের ছেলে আশিম আলী। একই বছরের ২৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজগর আলী ১০ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
নিহত শাইজুদ্দিন এবং আসামিরা আপন ভাই-ভাতিজা। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সোহেল, মনজুরুল করিম, নছির উদ্দিন, জিলুক, আসমা বেগম, রূপজান বেগম ও রেজাউল করিমকে খালাস দিয়েছেন বিচারক।
সোহেল হোসেন/এমএএস