১২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হত্যা মামলার ১২ বছর পর আব্দুর রশিদ (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিবুল্যাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রশিদ বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহিবুল্যাপুর মিঝি বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
তিনি বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে ২০০৯ সালে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা হয়। গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে ছিলেন। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন, গ্রেফতার আসামিকে আজ (শুক্রবার) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হাসিব আল আমিন/আরআই