বেতন পরিশোধ না করে মালামাল বিক্রি, মিলের গেটে তালা

বকেয়া বেতন পরিশোধ না করে মালামাল বিক্রির চেষ্টাকালে বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন শ্রমিকরা। বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক।
তিনি ঢাকা পোস্টকে বলেন, বিকেলে টেক্সটাইল মিলের কয়েকজন কর্মকর্তা শ্রমিকদের না জানিয়ে গােপনে ববিন, রবিন, ক্যান বিক্রি করে দেয়। ট্রাকে পণ্য নিতে আসার খবর জানতে পেরে আমরা গিয়ে গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।
এই শ্রমিক নেতা আরও বলেন, আমাদের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত কারখানায় কিছু ঢুকবে না। আবার কিছু বিক্রিও করা যাবে না। বর্তমানে দুই শতাধিক শ্রমিক গেটে অবস্থান করছেন। সরকারি সংস্থা যদি দায়িত্ব না নেয় তাহলে আমরা রাতভর গেটে অবস্থান করব।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য টহল পুলিশ দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, গত দশ মাস ধরে সোনারগাঁও টেক্সটাইল মিলের ৬ শতাধিক শ্রমিকের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে মানবেতর জীবনযাপন করছেন ওই সকল শ্রমিক। এ নিয়ে দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন করে আসছে শ্রমিক সংগ্রাম পরিষদ। কিন্তু টেক্সটাইল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বকেয়া বেতন পরিশোধ করেননি।
সৈয়দ মেহেদী হাসান/এসপি