রাজশাহী বিভাগে করোনা শনাক্তের হার ৪১.৯৬ শতাংশ

রাজশাহী বিভাগে করোনা সংক্রমণের হার ৪১ দশমিক ৯৬ শতাংশ। এটি আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৬ শতাংশ কম। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত নমুনা পরীক্ষার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২ হাজার ৫০৯ জনের। এর মধ্যে ১ হাজার ৫৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৬২ শতাংশ।
গত একদিনে আরটিপিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৫৬৪টি। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৭০০টিতে। করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় এই আট জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ৯২০টি। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৩৩৯টি নমুনায়। এ ছাড়া ২৫ জনের জিন এক্সপার্ট পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৪টি নমুনায়।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত একদিনে পাবনায় সর্বোচ্চ ৬১৩টি নমুনা পরীক্ষা হয়েছে রাজশাহীতে। এতে করোনা ধরা পড়েছে ৩১০টিতে। জেলায় করোনা শনাক্তের হার ৫০ দশমিক ৫৭ শতাংশ।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫৯টি নমুনা পরীক্ষায় ৪১টিতে (২৫.৭৮%), নাটোর ৯৯টি নমুনা পরীক্ষায় ৫১টিতে (৫১.৫১%), নওগাঁয় ১৭৫টি নমুনা পরীক্ষায় ৮০টিতে (৪৫.৭১%), পাবনায় ৬১৬টি নমুনা পরীক্ষায় ১৮৯টিতে (৩১%), সিরাজগঞ্জে ২৪৩টি নমুনা পরীক্ষায় ১৩৫ টিতে (৫৫.৫৫%), বগুড়ায় ৪০৮টি নমুনা পরীক্ষায় ২০১টিতে (৪৯.২৬%), এবং জয়পুরহাটে ১৯৪টি নমুনা পরীক্ষায় ৪৬টিতে (২৩.৭১%) করোনা শনাক্ত হয়েছে।
এর আগে গত বুধবার (২৬ জানুয়ারি) বিভাগে ২ হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ওই দিন করোনা শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৬২ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ৬ হাজার ৫৯৯ জনের। এর মধ্যে ১ হাজার ৬৯৮ জনের প্রাণ নিয়েছে করোনা। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৫৯৪ জন। করোনা জয় করেছেন সব মিলিয়ে ৯৭ হাজার ৬৪৭ জন।
ফেরদৌস সিদ্দিকী/আরআই