খুলনা জেলা সিপিবির নেতৃত্বে মনোজ-রশীদ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা জেলা কমিটিতে ড. মনোজ দাশকে সভাপতি ও এস এ রশীদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া আব্দুল হান্নানকে সহ-সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
শুক্রবার খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত জেলা শাখার একাদশ সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ‘বিকল্প গড়, দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনে সামিল হও’ শীর্ষক স্লোগানে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাত জহির চন্দন।
কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন- এইচ এম শাহাদাৎ, অ্যাডভোকেট এম এম রুহুল আমিন, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার, কিশোর রায়, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, অশোক বিশ্বাস।
অন্যান্য সদস্যরা হলেন- অরুণা চৌধুরী, নিতাই গাইন, সমীরণ গোলদার, সুখেন রায়, মণথ বিশ্বাস, ফরহাদ নাজিম, কিংশুক রায়, মিজানুর রহমান স্বপন, শাহিনা আক্তার, আব্দুল হালিম, অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, অ্যাডভোকেট প্রীতিশ মণ্ডল, এস এম চন্দন, গাজী আফজাল, অসীম বাগচি।
মোহাম্মদ মিলন/আরআই