প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ পাচ্ছে না দরিদ্র পরিবার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে প্রতিবেশীর বাধার কারণে বিদ্যুৎ পাচ্ছে না একটি পরিবার। ওই পরিবারের চার দিকের বাড়িঘর সন্ধ্যার পরে বিদ্যুতের আলোয় ঝলমল করলেও প্রতিবেশীর বাধায় আজও পর্যন্ত বিদ্যুতের আলোর মুখ দেখেননি ওই গ্রামের দরিদ্র কৃষক জুলহাস মিয়া ও তার পরিবার।
ফলে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পরিবারটি।
ভুক্তভোগীর দাবি, বিদ্যুতের জন্য আবেদন করলেও প্রতিবেশীর বাধায় এখনও সংযোগ মিলেনি ঘরে। আর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ গজারিয়া জোনাল শাখা বলছে প্রতিবেশীর বাধার কারণে সংযোগ দিতে পারছে না তারা।
সর্বশেষ, এক বছর আগে বিদ্যুৎ সংযোগ পেতে আবেদন করে ভুক্তভোগী পরিবারটি। পরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ গজারিয়া জোনাল শাখা ঠিকাদার নিয়োগ করে এবং তিনটি খুঁটিও স্থাপন করেন। কিন্তু তার টানতে গেলে প্রতিবেশী জমির মালিক ফেরদৌস বাধা প্রধান করেন।
ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা জানায়, ফেরদৌস তার জমির ওপর দিয়ে বিদ্যুতের তার টানতে দিচ্ছে না। অথচ শত শত মানুষের জমির ওপর দিয়ে ফেরদৌসের বাড়িতে বিদ্যুৎ এসেছে।
তার বাধার কারণে দরিদ্র কৃষক জুলহাস মিয়া তার বাড়িতে বিদুৎ নিতে পারছে না। পল্লী বিদ্যুতের লোকজন এলেই তারা এসে বাধা সৃষ্টি করে। পিলার স্থাপন করেও কেন বিদ্যুতের লাইন ও সংযোগ পাচ্ছে না— এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এদিকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ গজারিয়া জোনাল শাখার ওয়্যারিং পরিদর্শক মো. মইনুল হোসেন বলেন, এটা পল্লী বিদ্যুতের সমস্যা না। প্রতিবেশীদের ঝামেলা। অল্প দিনের মধ্যে উনি (অভিযোগকারী) বিদ্যুতের লাইন পেয়ে যাবেন।
এমএসআর