রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি মিঠু সম্পাদক বিজন

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন সাধারণ আইনজীবী পরিষদ প্যানেলের এটিএম মোস্তফা (মিঠু) এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিজন কুমার বোস। সোমবার (৩১ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার বোস।
জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার-সাত্তার-নিরঞ্জন পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মোসলেম-আজম-রাজ্জাক পরিষদ এবং সাধারণ আইনজীবী পরিষদ থেকে মিঠু-বাচ্চু-বিজন পরিষদ প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।
সাধারণ আইনজীবী পরিষদ জেলার আইনজীবীদের নতুন সংগঠন। কয়েক মাস আগে সংগঠনটি আওয়ামী লীগ ও বিএনপির একাংশ এবং বামপন্থী আইনজীবীদের নিয়ে গড়ে তোলা হয়।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনে সাধারণ আইনজীবী পরিষদ থেকে মিঠু-বাচ্চু-বিজন পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই নির্বাচনে সভাপতি পদে এটিএম মোস্তফা (মিঠু) ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৭৬ ভোট।
সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী পরিষদের খেন্দকার হাবিবুর রহমান বাচ্চু ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আব্দুস সাত্তার পেয়েছেন ৫২ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাধারণ আইনজীবী পরিষদ প্যানেল থেকে বিজন কুমার বোস ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মো. আব্দুর রাজ্জাক-২ পেয়েছেন ৭২ ভোট।
সহ-সম্পাদক পদে সাধারণ আইনজীবী পরিষদ থেকে খান মোহাম্মদ জহুরুল হক ৮৭ ভোট এবং মোহাম্মদ তসলিম আহমেদ তপন ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আশরাফুল হাসান ও গৌতম কুমার বসু। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাধারণ আইনজীবী পরিষদ থেকে বিপ্লব কুমার রায় ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া সদস্য পদে সাধারণ আইনজীবী পরিষদ থেকে অভিজিৎ সোম অভি ১০৬, মনোয়ারা খাতুন ৯১, রেহেনাজ পারভীন (ছালমা) ৯০, মো.আল-আমীন মিয়া ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমান ৬৭ ভোট পান সাধারণ আইনজীবী পরিষদের রফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অনুপ কুমার দাস। পরে লটারিতে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হন।
এর আগে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ চলে। মোট ২০২ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
মীর সামসুজ্জামান/এসপি