পঞ্চগড়ে সব ইউপিতে নৌকার জয়

ষষ্ঠ ধাপে পঞ্চগড়ের দুই উপজেলার তিন ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ উপজেলা সদর ও দেবীডুবা ইউপি এবং বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। পরে রাতে রিটার্নিং অফিসাররা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ আহমেদ টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট।
অন্যদিকে একই উপজেলার দেবীডুবা ইউনিয়নে আওয়ামী লীগে প্রার্থী পরেশ চন্দ্র রায় প্রধান ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ হাসান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৫৯ ভোট।
বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ১ ভোট পেয়ে বেসরকারিভাবে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বোদা উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান তানু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯০ ভোট।
পঞ্চগড় জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, জেলার ৫ উপজেলার ৪৩ ইউনিয়নে ছয় ধাপে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হয়েছে।
রনি মিয়াজী/এসপি