বাবার কাছে সৌদিতে যাওয়া হলো না শান্তর

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সানজামুল ইসলাম শান্ত (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার সুলতান আহম্মদ হাওলাদার বাড়ির সৌদি প্রবাসী আবুল বাশারের একমাত্র ছেলে। সে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শিগগিরই তার বাবার কাছে যাওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত একই এলাকার এক মেয়েকে পছন্দ করতো। দুইজনের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। বিষয়টি শান্তর বাবা মা জানতে পেরে মেয়ের পরিবারের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলেন। তবে মেয়ের পরিবার রাজি হয়নি। এরপর থেকেই শান্তর মাথায় দুশ্চিন্তা ভর করে। সারাক্ষণ তার চেহারায় চিন্তার ছাপ ফুটে থাকতো। নিজের ফেসবুক আইডিতে হতাশা প্রকাশ করে পোস্ট দিতো। এর মাঝেই সৌদি আরবে নিজের কাছে ছেলেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তার বাবা। কিন্তু শান্তর আর সৌদিতে বাবার কাছে যাওয়া হলো না। দুর্ঘটনায় প্রাণ গেল তার।
জানা গেছে, এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে শান্ত নবীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ডিউটি অফিসার এসআই মো. সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হাসান মাহমুদ শাকিল/আরএআর