মুন্সিগঞ্জে ভাইয়ের স্ত্রী-সন্তানদের পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের স্ত্রী ও সন্তানদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযোগ করেন ভুক্তভোগী দগ্ধ নারীর পরিবার।
এর আগে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে সদর উপজেলার মহাকালি ইউনিয়নের সাতানিখিল এলাকায় ঘরে আগুন দিয়ে বড় ভাইয়ের স্ত্রী-সন্তানদের পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবরদের বিরুদ্ধে।
এ সময় গুরুতর আহত অবস্থায় জান্নাতুল ফেরদৌস পান্নাকে (৩৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছে তার ছেলে নাজমুল হাসান (১৬)। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের বসতঘর।
পান্না বেগম বলেন, আমার স্বামী নজরুল ইসলাম শিকদারের মৃত্যুর পর থেকেই আমাদের জমি ও বসতভিটা জোর করে দখল করার চেষ্ট করেছে দেবর কামরুল ও রফিকুল। দীর্ঘদিন নানাভাবে হয়রানি করেও বাড়ি থেকে তাড়াতে না পেরে গর্ভীর রাতে পুড়িয়ে হত্যার চেষ্টা করে তারা। পরে স্থানীয়রা আগুন দেখে আমাদের উদ্ধার করে। তবে আমাদের বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পান্না বেগমের ছেলে নাজমুল হাসান বলেন, ঘরে ১২ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পুড়িয়ে মারার জন্য আমার চাচারা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তারা ঘর থেকে মালামাল সরিয়ে নিলেও আমাদের মালামাল সরানোর জন্য তালা খুলে দেয়নি। আমি, আমার ভাই-বোন ও মাকে নিয়ে কোনো রকমে বেঁচে গেছি।
এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) মো. রাজীব খান ঢাকা পোস্টকে বলেন, রাতের বেলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কেউ দেখেনি। তবে আগুনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব.ম শামীম/আরআই