রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১, আহত ৩

রাজবাড়ীর পাংশা উপজেলার হেনারমোড়ে ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। শনিবার (৫ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বিফার আলীর ছেলে। আহতরা হলেন নাসির, আক্তার ও হাসান।
স্থানীয়দের বারাত দিয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র ও রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে পাংশা হেনার মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান এবং তিনজন আহত হন। পরে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিতুমীর বলেন, সকাল ৭টা ৪০ মিনিটের সময় আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং বাকি একজনকে হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাংশা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশরাফুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। তবে চালক ও ঘাতক ট্রাককে আটক করা যায়নি।
মীর সামসুজ্জামান/এনএ