নোয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, ভোটগ্রহণ বন্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে ভোটগ্রহণ বন্ধ রেখেছে প্রশাসন। সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্র দখলের জন্য ভোটকেন্দ্রের পাশে অবস্থান করছিল বহিরাগত সন্ত্রাসীরা। এক পর্যায়ে তারা কেন্দ্রের বাইরে চেয়ার-টেবিলে অগ্নিসংযোগ করে। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা একটি ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিরঞ্জন সরকার ঢাকা পোস্টকে বলেন, প্রশাসন ঘটনাস্থলে অবস্থান করছে। ব্যালট পেপার ছিনতাই হওয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছিনতাই করা ব্যালট উদ্ধারে আমরা কাজ করছি। বর্তমানে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আমরা ভোটগ্রহণ শুরুর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ইতোমধ্যে এক বুথে ভোটগ্রহণ চালু হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রের বাইরে বিজিবি, র্যাব রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সতর্ক অবস্থানে আছি।
প্রসঙ্গত, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কোনো পক্ষকেই নৌকা প্রতীক দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হাসিব আল আমিন/এসপি