ম্যাজিস্ট্রেট সেজে দোকানে অভিযান চালাতেন তারা

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় একজন ভুয়া ম্যাজিস্ট্রেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ ফ্রেরুয়ারি) বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান পরিচালনা করছিলেন।
আটকরা হলেন- ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বড়বাড়ি এলাকার মারুফুর রহমান খানের (বাবুল) ছেলে মাহাফুজুর রহমান খান (২৫)। তিনি ধামরাই সরকারি কলেজের ইংরেজি বিভাগে অনার্সের শিক্ষার্থী বলে জানা গেছে। অপরজন সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ফুলহারা গ্রামের মৃত বাহাদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (২৯)। তিনি গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই বাজারে দ্বীন ইসলাম নামে একজন মিষ্টি ব্যবসায়ীর কাগজ পত্র দেখতে চান তারা। পরে পার্শবর্তী পপুলার হাসপাতালের কাজগপত্র, সর্বশেষ একটি ওষুধের দোকানে যায় ভুয়া ম্যাজিস্ট্রেট। ওষুধের দোকানে টাকা দাবি করলে ফার্মেসি ব্যবসায়ী কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, কাওয়ালীপাড়া বাজারে একজন ম্যাজিস্ট্রেট সেজে অভিযান পরিচালনা করার সময় পুলিশে খবর দেন। ঘটনাস্থলে তাদের জিজ্ঞেসাবাদ করলে ভুয়া ম্যাজেস্ট্রেট প্রমাণিত হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন গাড়ির চালক। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মাহিদুল মাহিদ/আরআই