কিশোরগঞ্জে শপথগ্রহণের পরই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জে শপথগ্রহণের পরই মো. লিটন মিয়া নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার লিটন মিয়া জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন কালিকাপ্রসাদ ইউনিয়নে খাসহাওলা কেন্দ্রে হট্টগোল হয়। হট্টগোল থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় ওই দিন রাতে ৬ জনের নাম উল্লেখ করে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় এক নম্বর আসামি করা হয় চেয়ারম্যান পদে বিজয়ী মো. লিটন মিয়াকে এবং দুই নম্বর আসামি করা হয় পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফজলুল কবিরকে।
কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার ভাতিজা ফজলুল কবির বলেন, আজ (মঙ্গলবার) চেয়ারম্যান চাচা শপথ নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যান। শপথ শেষে বাহিরে বের হলেই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তার জামিনের জন্য আদালতে আবেদন করা হবে।
কিশোরগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর ভৈরবে ইউপি নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গোলযোগ হয়। এদিন জনতা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় করা মামলায় চেয়ারম্যান লিটন মিয়া আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ শপথ নিতে এসেছেন এমন খবর ছিল আমাদের কাছে। শপথগ্রহণ শেষে বাহিরে বের হলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিটন মিয়াকে গ্রেফতারের খবর শুনেছি। তিনি পুলিশ অ্যাসল্ট মামলার এক নম্বর আসামি। কয়েকদিন তিনি পলাতক ছিলেন।
এসকে রাসেল/আরআই