এখন শুধু প্রয়োজন ভবন

‘এলাও হামার নয়া ইউনিয়নত কোন কিছু হইনি। চেয়ারম্যানডা যে বসিবে, ঐডার জায়গা নাই। কিভাবে কাজলা (কাজ) লোকলা (মানুষজন) করিবে, সেইডার কোন খবর নাই। সবার আগুত আগে ভোটটাই হবা হবে?’
এভাবেই চায়ের দোকানে নির্বাচনের পরের দিন এলাকার স্থানীয়দের সঙ্গে নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন মজিবর রহমান। ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নের মোলানখুরি এলাকার বাসিন্দা তিনি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোবেল কুমার সিংহকে ৩৬৭ ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান মতি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
গত ২০২০ সালের ৫ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদকে ভেঙে ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। নবগঠিত ইউনিয়নের স্থান নির্ধারণ করা হলেও এখনো সক্রিয়ভাবে কাজ শুরু হয়নি।
স্থানীয় ইউপির বাসিন্দা ও সংবাদকর্মী আরিফুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নটি নতুন করে গঠিত হয়েছে। যদিও এখন ইউনিয়নের আওতাধীন সুবিধাগুলো আমরা ভোগ করতে পারছি না। এরই মধ্যে আমরা নতুন চেয়ারম্যান পেয়েছি। আশা করা যায় একটি ইউনিয়নকে ভেঙে দুটি করার কারণে এলাকার মানুষ স্থানীয় প্রশাসনের আওতাধীন সব সুযোগ-সুবিধা পাবেন। তা ছাড়া এলাকার উন্নয়ন বাড়বে বলে আমি মনে করছি।
নবনির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি বলেন, যেহেতু আমাদের ইউনিয়নটি নতুন করে গঠন করা হয়েছে, সে জন্য ভবন নির্মাণ সময়সাপেক্ষ। তবে দ্রুত সময়ের মধ্যে ভবণ নির্মাণ করে দিলে আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারব। তাই কর্তৃপক্ষের কাছে দ্রুত ভবন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।
ঠাকুরগাঁও সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, আমরা ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে কাগজ পাঠিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে ভবন নির্মাণকাজ শুরু হবে। তবে নবনির্বাচিত চেয়ারম্যানকে দীর্ঘ সময় অস্থায়ী ভবনে কাজ চালিয়ে নিতে হবে। কারণ ভবন নির্মাণকাজ শুরু হলেও সময়ের ব্যাপার।
এম এ সামাদ/এনএ