পুলিশের সহায়তায় ৯ দিন পর বাসায় ফিরল রাসেল

নিখোঁজের ৯ দিন পর পাবনা জেলা পুলিশ রাসেল আকন (১৭) নামে অটিজম আক্রান্ত এক কিশোরকে নিজ পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ ঢাকার শান্তিনগরে রাসেলের বাসায় তাকে পৌঁছে দেয়।
রাসেল মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া খলিফা কান্দির চরদত্তপাড়া গ্রামের রেজাউল আকন-শিল্পী বেগম দম্পতির ছেলে। দীর্ঘদিন ধরে ঢাকার শান্তিনগরে পরিবারসহ বসবাস করেন তারা।
পাবনা সদর থানা সূত্রে জানা যায়, গত সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে এএসআই মাহবুব আলম ভাড়ারা ইউনিয়ন এলাকা থেকে বুদ্ধি প্রতিবন্ধী রাসেলকে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ সুপারের ফেসবুকে পোস্ট করে ছেলেটির সন্ধান চাওয়া হয়। বিভিন্নভাবে সেটি প্রচার করা হয়। পোস্টটি দেখে রাসেলের বাবা তাকে শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে তারা পাবনা জেলা পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে ছেলেকে নিতে ঢাকা থেকে পরিবারসহ পাবনা সদর থানায় আসে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছেলেটি ভুলক্রমে বাসে উঠে ঢাকা থেকে পাবনায় চলে আসে। পরে পাবনার ভাড়ারা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ একজন ফোন দেন। কল আসার পর পুলিশের একটি ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে এসপি স্যারের ফেসবুক আইডি থেকে পোস্ট করে ছেলেটির সন্ধান চাওয়া হয়। নিখোঁজের মা-বাবা পোস্টটি দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আজ দুপুরে রাসেলকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
রাসেলের বাবা রেজাউল আকন ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। সে একা চলতে পারে না। তাই সব সময় তাকে দেখে রাখতাম, যাতে হারিয়ে না যায়। সেদিন সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে পুলিশের কাছে যায়। আত্মীয়-স্বজনের বাসায় খুঁজেও কোথাও পাইনি। পরে গতকাল পাবনা জেলা পুলিশের ফেসবুকে রাসেলের ছবি দেখে যোগাযোগ করে সদর থানায় আসি। পুলিশ নিজেদের গাড়িতে করে ছেলেকে ঢাকার বাসায় পৌঁছে দিয়েছে। এত দ্রুত ছেলেকে পাব ভাবিনি। ৯ দিন পর আজকে আমাদের পরিবারে শান্তি ফিরেছে। অনেক ধন্যবাদ পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানকে এবং পুলিশের অন্যান্য সদস্যদে।
পাবনা জেলা পুলিশের এসপি মহিবুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, জরুরি সেবা নম্বরে কল পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। পরে দেখি, ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী। পরে জেলা পুলিশের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ছেলেটির সন্ধান চাওয়া হয়। ছেলেটির বাবা পোস্টটি দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে আমরা ছেলেটিকে ঢাকার বাসায় পৌঁছে দিয়েছি। পুলিশ এখন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে যায় রাসেল। পরে গভীর রাত পর্যন্ত বাসায় না ফিরলে তার মা শিল্পী বেগম ঢাকার খিলগাঁও থানায় ১ ফেব্রুয়ারি একটি নিখোঁজের জিডি করেন।
রাকিব হাসনাত পাবনা/আরআই