ভোটকেন্দ্রের পাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে ইউপি নির্বাচনে সহিংসতার জন্য রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরজব্বর ইউপির ১ নং ওয়ার্ডের মোমিন ব্যাপারীর বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে সহিংসতার জন্য কে বা কারা রান্না ঘরের মধ্যে রেখে যান। বিষয়টি বুঝতে পেরে ব্যাপারী বাড়ির আবদুল করিম ডিবি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ধারাল দেশীয় অস্ত্র উদ্ধার করে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দুটি ধারাল দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। নির্বাচনে সহিংসতার জন্য এসব অস্ত্র রাখা হতে পারে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সহিংসতার জন্য সন্ত্রাসীরা এসব ফেলে যেতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ (বৃহস্পতিবার) নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ও চরজুবলী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হাসিব আল আমিন/আরআই